নবীন বরণ বাস বাংলাদেশের অন্যতম স্বনামধন্য দূরপাল্লার পরিবহন সংস্থা। আলহাজ্ব মোঃ আইয়ুব আলীর হাত ধরে ১৯৯৩ সালে নবীন বরণ বাসের যাত্রা শুরু হয়। শুরুর দিকে মাইক্রো জিপ গাড়ি দিয়ে ব্যবসা শুরু করলেও পরবর্তীতে বড় বাসের ব্যবসায় রূপান্তর করা হয়। নবীন বরণ বাস এর প্রধান কাউন্টার রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত।
গুগল ম্যাপ লিংক: https://maps.app.goo.gl/ZkNJg4njps7EDaNd7?g_st=com.google.maps.preview.copy
নবীন বরণ বাসের সকল ট্রিপ সমূহ:
বগুড়া টু কুয়াকাটা
হিলি টু কুয়াকাটা
চান্দাইকোনা টু ঝালকাঠি
শাহজাদপুর টু রাজশাহী
শাহজাদপুর টু রংপুর
শাহজাদপুর টু সৈয়দপুর
শাহজাদপুর টু নাটোর
শাহজাদপুর টু গাইবান্ধা
নবীন বরণ বাস এর সর্বপ্রথম ট্রিপ শাহজাদপুর হইতে নাটোর। পরবর্তীতে যাত্রী সেবা বিস্তৃত করার লক্ষ্যে নবীন বরণ বাস এর ট্রিপের সংখ্যা বাড়ানো হয়। নবীন বরণ বাস বর্তমানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যাতায়াতকৃত সকল যাত্রীদের উন্নত যাত্রী সেবা প্রদান করে আসছে।
যুগের সাথে তাল মিলিয়ে নবীন বরণ বাস এর রয়েছে নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, নিজস্ব ফেসবুক পেজ এবং নিজস্ব ফেসবুক গ্রুপ। যাত্রী সেবা উন্নত করার লক্ষ্যে নবীন বরণ বাস কর্তৃপক্ষ এই সকল সোশ্যাল মিডিয়া একাউন্টে এক্টিভ রয়েছে।
নবীন বরণ পরিবহনে হিনো ওয়ান যে গাড়ির সংখ্যা সর্বাধিক। এছাড়া বেশ কিছু আপডেটেড মডেল অশোক লিল্যান্ড এবং টাটা কোম্পানির সবচেয়ে আধুনিক চেসিস এক্সপেরিমেন্ট হিসেবে নবীন বরণ পরিবহনের বহরে আছে।
এছাড়া নবীন বরণ বাস এ রয়েছে অভিযোগ দায়ের করার নাম্বার। নবীন বরণ এর প্রতিটি বাসের কেচিগেটে অভিযোগ নাম্বার সম্বলিত বোর্ড ঝুলানো আছে। এতে করে নবীন বরণ বাসে জার্নিরত অবস্থায় যদি কোন যাত্রীর আপত্তি থাকে বা অভিযোগ থাকে তবে তিনি সেটা নির্দ্বিধায় প্রকাশ করতে পারেন। তাছাড়া নবীন বরণ পরিবহনের যেহেতু ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে। তাই যাত্রীরা খুব সহজেই নবীন বরণ বাস সম্পর্কিত যেকোনো তথ্য এইসব সোশ্যাল মিডিয়া পেজ থেকে জেনে নিতে পারেন।
নবীন বরণ বাস - ফেসবুক পেজ: https://www.facebook.com/nabinbaronparibahan
নবীন বরণ বাস - ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/nabinbaronparibahan/
নবীন বরণ বাস - ইউটিউব চ্যানেল: https://youtube.com/@nabinbaronparibahan5869?si=PGtJ_gxTQ2F-Obmc
যাত্রী সেবা আরো এক ধাপ উন্নত করার জন্য এবং যাত্রীদের কাজ আরও সহজতর করার জন্য নবীন বরণ বাস কর্তৃপক্ষ হতে নিয়মিত ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং নবীন বরণ গুগল ম্যাপ একাউন্ট সর্বদা আপডেটেড ইনফর্মেশন পাবলিশ করা হয়।
0 comments:
Post a Comment